প্রায় ১০০টির কাছাকাছি বই অনুবাদ হয়ে গেল এই কয় বছরে। কিছু একাই করেছি, কিছু বইতে সহযোগী ছিলাম। আবার কিছু বইতে সহযোগিতা নিয়েছি। সবার কাছে কৃতজ্ঞতা।
লেখক কিংবা অনুবাদকের কাছে বইয়ের মাঝে তুলনা হয় না। তারপরও কিছু বই থাকে, যেগুলো আলাদা ভাবে উল্লেখযোগ্য। এই পৃষ্ঠায় এমন কিছু বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের। এই বইগুলো অনুমোদিত কিংবা ফ্রি ডোমেইন থেকে প্রাপ্ত।
ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত দ্য মেইডেনস বইটি বাংলাদেশের ইতিহাসে প্রথম যুগপৎ রিলিজ পাওয়া বই। অন্য ভাবে বলতে গেলে, যেদিন বইটি লেখকের নিজের দেশে প্রকাশিত হয়, বাংলাতেও প্রকাশিত হয়েছিল সেই একই দিনে। এই গর্বের অংশ হতে পেরে আমি নিজেও অত্যন্ত আনন্দিত!
শুধু প্রথম নয়, দ্বিতীয় যুগপৎ বইটিও আমার অনুবাদে...ভাবা যায়! জেমস রলিন্সের বিখ্যাত সিগমা ফোর্স সিরিজের এই বইটি প্রকাশিত হয়েছিল বিবলিওফাইল থেকে। এই বইটি প্রকাশের সময় খোদ জেমস রলিন্স আমাদের জন্য শুভ বার্তাও পাঠিয়েছিলেন!
নিঃসন্দেহে বিবলিওফাইল এবং ব্যক্তিগত ভাবে আমার এটি অনেক বড়ো একটি অর্জন!